সৌদি পৌঁছেছেন ৪২ হাজার হজযাত্রী

ফানাম নিউজ
  ২৮ জুন ২০২২, ১২:২৩
আপডেট  : ২৮ জুন ২০২২, ১২:২৪

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার ১জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, সোমবার (২৭ জুন) পর্যন্ত ৪২ হাজার ১জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজফ্লাইট শুরুর পর থেকে ২৩ দিনে ১১৭টি হজ ফ্লাইটে সৌদি আরবে গেছেন এসব হজযাত্রী।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৬১৬ জন হজ পালন করতে গেছেন।

হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ৬ জন হজযাত্রী মারা গেছেন। যার মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন।

গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

সূত্র: আরটিভি