ছয় হাজার ৮৭০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি কিনছে মাইক্রোসফট

ফানাম নিউজ
  ১৮ জানুয়ারি ২০২২, ২৩:২৭

ভিডিও গেম কোম্পানি কিনতে যাচ্ছে মাইক্রোসফট। ছয় হাজার ৮৭০ কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড নামের কোম্পানিটি কিনবে যুক্তরাষ্ট্রের এ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) নগদ চুক্তিরভিত্তিতে এটি কেনার ঘোষণা দেয় বিল গেটসের কোম্পানি মাইক্রোসফট।

জানা গেছে, অ্যাক্টিভিশন ব্লিজার্ডের ওয়ারক্রাফ্ট, ওভারওয়াচ, কল অব ডিউটির মতো জনপ্রিয় গেম রয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, এ পদক্ষেপের মাধ্যমে টেনসেন্ট ও সনির পরে তৃতীয় বৃহত্তম গেমিং কোম্পানিতে পরিণত হবে তারা।

তবে অ্যাক্টিভিশন ব্লিজার্ডের বিতর্কিত নির্বাহী প্রধান ববি কোটিক দায়িত্ব চালিয়ে যাবেন। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তিটি নিয়ন্ত্রক পর্যালোচনা ও অ্যাক্টিভিশন ব্লিজার্ড শেয়ারহোল্ডারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২০২৩ সালে চুক্তির মেয়াদ শেষ হতে পারে।

এ খবর প্রকাশের পর অ্যাক্টিভিশন ব্লিজার্ডের শেয়ারের দাম বেড়েছে ৩০ শতাংশ। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ারের দাম কমেছে প্রায় দুই শতাংশ।

যৌন নিপীড়নের ঘটনা প্রকাশের পর গত কয়েক মাস ধরেই তীব্র বিতর্কে পড়ে অ্যাক্টিভিশন। দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় জড়িত থাকার অপরাধে সোমবার বেশ কয়েকজন নির্বাহী কর্মকর্তাকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন, সিএনবিসি

তথ্য প্রযুক্তি এর পাঠক প্রিয়