ভোটার তালিকা হালনাগাদ : ১৪০ উপজেলায় যাচ্ছেন ইসি

ফানাম নিউজ
  ১৮ মে ২০২২, ১১:৫৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম উদ্বোধনে ঢাকার বাইরে বিভিন্ন জেলা পরিদর্শনে যাচ্ছেন। 

আগামী ২০ মে (শুক্রবার) তারা দেশের বিভিন্ন জেলা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানায়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রথম ধাপের ১৪০টি উপজেলায় ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম শুরু হবে। আগামী ২০ মে থেকে পরবর্তী ৩ সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী ৩ সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এই কর্মসূচির উদ্বোধনের জন্য সিইসিসহ অন্য চার কমিশনার বিভিন্ন উপজেলা পরিদর্শন করবেন।

ইসি আরও জানায়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ঢাকার সাভারে; নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান যশোরের চৌগাছা, খুলনার সদর; নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সিরাজগঞ্জের সিরাজগঞ্জ সদর; নির্বাচন কমিশনার মো. আলমগীর মানিকগঞ্জ জেলা সদর এবং নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান শরীয়তপুর জেলা সদর ও মাদারীপুর জেলা সদর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন।

সূত্র: আরটিভি