সরকারকে যত টাকা ভ্যাট দিলো ফেসবুক

ফানাম নিউজ
  ২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৬

নিবন্ধন নেয়ার পর ফেসবুক গত এক বছরে সরকারকে প্রায় ৩৩ কোটি টাকা ভ্যাট দিয়েছে। এ সময় প্রতিষ্ঠানটি আয় করেছে প্রায় ২১৮ কোটি টাকা।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সেবাদানকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভ্যাট পরিশোধ করেছে ফেসবুক। দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগল। প্রতিষ্ঠানটি ১৪৭ কোটি টাকার আয়ের বিপরীতে ২২ কোটি টাকা ভ্যাট দিয়েছে।

এ ছাড়া ৩১ কোটি টাকার আয়ের বিপরীতে মাইক্রোসফট ভ্যাট দিয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকা। ৩০ কোটি ৩৩ লাখ টাকা আয়ের বিপরীতি অ্যামাজন ৪ কোটি ৫৫ লাখ টাকা ভ্যাট দিয়েছে এবং নেটফ্লিক্স ১৪ কোটি ৮৬ লাখ টাকা আয় করে ভ্যাট দিয়েছে ২ কোটি ২৩ লাখ টাকা।

তবে, ইউটিউবকে এখনও নিবন্ধনের আওতায় আনতে পারেনি সরকার। মূলত, ইউটিউবে দেওয়া বিজ্ঞাপনের বিল হুন্ডিতে পরিশোধিত হওয়ায় প্রতিষ্ঠানটির কাছে থেকে ভ্যাট পায় না সরকার।

প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন বাবদ বাংলাদেশে যে পরিমাণ ব্যবসা করছে তার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দেয় সরকারকে।