তারেক-জোবায়দার দুর্নীতি মামলার রুল শুনানি পিছিয়ে ২৯ মে

ফানাম নিউজ
  ২০ এপ্রিল ২০২২, ১২:২৭
আপডেট  : ২০ এপ্রিল ২০২২, ১৩:০০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের দুর্নীতি মামলার রুল শুনানি পিছিয়ে ২৯ মে ধার্য করেছেন হাইকোর্ট।

বুধবার (২০ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রুল শুনানি পেছাতে সময় চান তাদের আইনজীবী।

এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) দুদকের আইনজীবী হাইকোর্টের একটি বেঞ্চে রুল শুনানির জন্য উপস্থাপন করলে মামলার কার্যক্রম শুরুর জন্য আজকের দিন ঠিক করেন আদালত।

অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর লন্ডনে অবস্থানরত তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা ও তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি করে দুদক।

পৃথক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট একই বছর সরকার ও দুদককে কেন তৎকালীন জরুরি ক্ষমতা বিধির অধীনে মামলা দায়ের এবং শুরু করা অবৈধ ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে জন্য পৃথক রুল জারি করে। হাইকোর্টও মামলার বিচার কার্যক্রম স্থগিত রাখেন।

সূত্র: আরটিভি