আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে থাকে : কাদের

ফানাম নিউজ
  ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৩

‘বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

‌‘মাঠ খালি করতে সরকার হামলা করেছে’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, এমন বক্তব্য হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার। বিএনপি নেতারাই তো মাঠে নামতে ভয় পায়, আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকে। তারা বারবার ঐক্যের ডাক দিয়ে গলা শুকিয়ে ফেললেও জনগণ তাদের ডাকে সাড়া দিচ্ছে না।

তিনি বলেন, আন্দোলন করতে বাধা নেই, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে সরকার যা করা দরকার, তাই করবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা বারবার চেয়েছি বিএনপি নির্বাচনে আসুক। আওয়ামী লীগ চায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। শেখ হাসিনা সরকার বাংলাদেশে ভালো একটা নির্বাচন চায়।

কাদের বলেন, টালবাহানা না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। নির্বাচন খুব বেশি দূরে নয়, আপনারা জোট করুন বা একা আসুন সেটা আপনাদের ব্যাপার, তবে ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া বিকল্প কোন পথ নেই।