সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, দুর্ভোগ চরমে

ফানাম নিউজ
  ১৯ মে ২০২২, ১১:৩৪

বৃষ্টি ও ঢলের প্রভাব বাড়তে থাকায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। 

সীমান্তবর্তী জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীজাজার উপজেলায় আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সিলেট শহরেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যার ফলে বন্যা কবলিত উপজেলাসমূহে দুর্ভোগ চরমে উঠেছে।

এদিকে গতরাতে সিলেটে প্রচণ্ড ঘূর্ণিঝড় বয়ে গেছে। সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় ঢলের প্রভাবও বেড়েছে। যার ফলে সুরমা, কুশিয়ারা, সারিসহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা কবলিত এলাকাসমূহের বাসিন্দাদের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশুদ্ধ পানির সংকট রয়েছে। অধিকংশ এলাকায় বিদ্যুৎ নেই, শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। মাছিমপুর এলাকার উঠতি যুবকরা নিজেদের উদ্যোগে অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করতে দেখা গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেট নগরীর বরইকান্দি, ভার্থখলা, কদমতলীসহ কয়েকটি এলাকার মানুষের রাতের ঘুম হচ্ছেনা।

ভার্থখলার বাবুল চৌধুরী বলেন, সুরমা নদী থেকে এ সকল এলাকা নিচু থাকায় কখন যে নদী উপচে পানি ঢুকে পড়ে এই ভয়ই তাদের ঘুম কেড়ে নিয়েছে। কিছুক্ষণ পরপর কতটুকু পানিবৃদ্ধি হলো তা দেখে আসছেন এলাকাবাসী।

সূত্র: আরটিভি