সাবেক স্ত্রীর অফিসের কর্মকর্তার কাছে আপত্তিকর ছবি পাঠালেন যুবক

ফানাম নিউজ
  ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ইমোতে ছড়িয়ে দেয়ার অভিযোগে শেখ সোহেল (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার নবাবগঞ্জের জালালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক নবাবগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে শেখ সোহেল।

জানা গেছে, ২০১২ সালের ১৪ এপ্রিল শ্রীনগরের বাড়ৈখালী গ্রামের এক নারীর সঙ্গে পারিবারিকভাবে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে বনিবনা না হওয়ায় ওই নারী তাকে ২০১৯ সালের ২৪ জুন তালাক প্রদান করেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে সোহেল প্রায় সময়ই তার সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছিল।

রোববার (২৬ সেপ্টেম্বর) সোহেল ওই নারীর কর্মক্ষেত্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ইমো আইডিতে সংসার চলাকালীন উঠানো আপত্তিকর ছবি পাঠায়। বিষয়টি জানতে পেরে ওই নারী শ্রীনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে মামলা রেকর্ড করে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা পুলিশ সোহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

শ্রীনগর থানার (ওসি) মো. কামরুজ্জামান জানান, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসামিকে গ্রেপ্তার করেছে।