চলন্ত ট্রেনে ঢিল, ভ্রাম্যমাণ হকার আহত

ফানাম নিউজ
  ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫১

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের পাঘাচং স্টেশন এলাকায় তিতাস কমিউটার ট্রেনে ছোড়া ঢিলে জসিম উদ্দিন (৪০) নামে এক ভ্রাম্যমাণ বিক্রেতা আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় ওই স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই হকারকে রাতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে আখাউড়ার উদ্দেশ্যে তিতাস কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। পরে রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশনে ঢোকার সময় ট্রেনের ইঞ্জিনের পেছনে দুই নম্বর বগি লক্ষ্য করে বাইরে থেকে ঢিল ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা হকার জসিম আহত হন। এ সময় তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই আহত হকার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ট্রেনে ঢিল ছোড়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সবার সহযোগিতা প্রয়োজন।