আটক দুই যুবকের পেটের ভেতরে মিলল ১২৫০ ইয়াবা

ফানাম নিউজ
  ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আটক দুই যুবকের পেট থেকে এক হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার বিকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলো— রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হারুন মণ্ডলের ছেলে পলাশ মণ্ডল (২০) ও একই গ্রামের মো. খালেক শেখের ছেলে মো. শেখ (২০)।

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ওসি প্রাণবন্ধু কৃঞ্চচন্দ্র বিশ্বাস জানান, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার নির্দেশে জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে দুই যুবক পেটে করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে রাজবাড়ী আসছে। এর পর প্রযুক্তির ব্যবহার করে তাদের দৌলতদিয়া ফেরিঘাট থেকে আটক করা হয়। এর পর তারা পেটে ইয়াবা আছে বলে স্বীকার করে। এর পর তাদের পেটে এক্সরে করা হলে তার প্রমাণও পাওয়া যায়। 

পরে তাদের পায়ু আবর্জনা থেকে এক হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।