রাইট শেয়ার ইস্যু করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ফানাম নিউজ
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রাইট শেয়ার ইস্যু করবে। পরিশোধিত মূলধন বাড়াতে ব্যাংকের পরিচালনা পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি ১আর:২ অনুপাতে অর্থাৎ দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই রাইট শেয়ার ইস্যু করা হবে বলেও ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২৭ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।