নিষিদ্ধ মাদক ম্যাজিক মাশরুম: কানাডা প্রবাসীসহ দুইজন রিমান্ডে

ফানাম নিউজ
  ১৫ জুলাই ২০২১, ১৬:৩৬
আপডেট  : ২৫ আগস্ট ২০২১, ১১:১২

রাজধানীর হাতিরঝিল থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম শাহিনুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। আসামিরা হলেন- কানাডা প্রবাসী নাগিব হাসান অর্ণব এবং তাইফুর রশিদ জাহিন। তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের জন্য আবেদন করেন।

আসামিদের পক্ষে রিমান্ড বাতিলের আবেদন করেন তাদের আইনজীবীরা। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের পুলিশের হেফাজতে নিয়ে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ও বিদেশি মদসহ আসামিদের আটক করে র‌্যাব।