রাইসিকে সৌদি ভ্রমণের আমন্ত্রণ জানালেন বাদশা সালমান 

ফানাম নিউজ
  ২১ মার্চ ২০২৩, ০৩:১২

ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে চলা উত্তেজনার পারদ কিছুটা কমেছে। কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সৌদি আরব ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ। ইরানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা। 

ইরান প্রেসিডেন্টের ডেপুটি প্রধান এক টুইটা বার্তায় বলেন, রাইসেক সৌদি ভ্রমণের জন্য বাদশা সালমান আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার এ আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। রোববার এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন। 

মধ্যপ্রাচ্যের পরাশক্তিধর এই দুই দেশের মধ্যে দীর্ঘ সাত বছর ধরে শীতল যুদ্ধ চলছিল। সেই শীতল যুদ্ধ থামিতে দিতে সহযোগিতা করেছে চীন। চীনের সহযোগিতায় দীর্ঘ সাত বছর পর আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইরান ও সৌদি আরব। 

২০১৬ সালে সৌদি আরব শিয়া ধর্মগুরু নিমর আল নিমরের ফাঁসি কর্যকর করলে ইরানে সৌদি আরবের দূতাবাসে হামলা চালায় শিয়া ধর্মের অনুসারিরা। এরপরই থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। 

চীনের সহযোগিতার দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার পর সৌদি আরব আগামী দুই মাসের মধ্যে আবারও ইরানে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে। এছাড়া ২০ বছর আগে দুই দেশের মধ্যে যে সম্পর্কের কথা বলা হয়েছিল। সেগুলো তারা আবার পুনরায় চালু করবে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান রোবার সাংবাদিকদের বলেন, দুই দেশ তাদের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠকে বসতে সম্মত হয়েছে।

বৈঠকে বসতে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। তবে সেগুলোর নাম বলা হয়নি।