মস্কোর কনসার্ট হলে গুলি ও বিস্ফোরণে নিহত ৪০

ফানাম নিউজ
  ২৩ মার্চ ২০২৪, ১২:০৮

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০ জন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় সন্ধায় মস্কোর ক্রকাস সিটি হলে এ ঘটনা ঘটে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা তাস ও আরআইএ নভোস্তি জানায়, মস্কোর ক্রোকাস সিটি হলের কনসার্ট হলের ভেতরে তিনজন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়।

আরআইএ নভোস্তি জানায়, এই তিন ব্যক্তি কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেড বা বোমা নিক্ষেপ করেন, যা থেকে বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর প্রায় ১০০ জনকে কনসার্ট হল থেকে উদ্ধার করেছেন অগ্নিনির্বাপক কর্মীরা। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান পরিচালক জানিয়েছেন, উদ্ধারকারীরা ভবনের ছাদ থেকে মানুষজনকে নামানোর জন্য কাজ করছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ক্রোকাস সিটি সেন্টারে ভয়ানক ট্র্যাজেডি ঘটেছে। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়