মামলার জট কমাতে আরও বিচারক নিয়োগ দেওয়া হবে: প্রধান বিচারপতি

ফানাম নিউজ
  ২৮ এপ্রিল ২০২৩, ০৩:৫৭

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মামলার জট এড়াতে আরও ১০২ জন বিচারক নিয়োগ দেওয়া হবে। দেশে মামলার জট থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য বিচার বিভাগে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জামালপুর আদালত পরিদর্শনকালে বিচারক-আইনজীবীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে শহরের আশেক মাহমুদ কলেজের একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সাবেক বিচারপতি হোসেন হায়দায়, বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হাই আলহাদী, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাকের আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।