গমের মজুত আছে, আশঙ্কা নেই : বাণিজ্যমন্ত্রী

ফানাম নিউজ
  ১৮ মে ২০২২, ১৫:৪৯

দেশে গমের যে পরিমাণ মজুত আছে, তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ভারত থেকে জিটুজি (সরকারের সঙ্গে সরকারের চুক্তি) পদ্ধতিতে গম আনা অব্যাহত থাকবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েক দিন ধরে আলোচনা হচ্ছে ভারত গম রপ্তানি বন্ধ করে দিয়েছে। কিন্তু সেটি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু কথাটা শোনার পর থেকেই বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। অথচ জিটুজি প্রক্রিয়ায় গম আমদানি বন্ধ হয়নি।

তিনি বলেন, ভারত থেকে যত খুশি গম আনা যাবে। আমদানিকারকরাও গম আনতে পারবেন, তবে পারমিশনটা সরকার টু সরকার থেকে নিতে হবে।

ভারতের নিষেধাজ্ঞার প্রভাব কোনোভাবেই বাংলাদেশের ওপরে পড়বে না জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে যে পরিমাণ গম মজুত রয়েছে কিংবা আমদানি পর্যায়ে রয়েছে, এতে ভয়ের কোনো আশঙ্কা করি না।

সূত্র: আরটিভি