'সাদা পোশাকে' গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পুলিশ

ফানাম নিউজ
  ২৫ জানুয়ারি ২০২৩, ০৩:৫৮

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ সাদা পোশাকে অভিযানে এসেছিল। যে কারণে শাহ আলম (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তারে বাধা দেওয়া হয়। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সাদা পোশাকের পাশাপাশি পোশাক পরা পুলিশ সদস্যও ছিলেন।

তিনি আরও বলেন, শাহ আলম মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। পুলিশ দেখে তিনি জেনেভা ক্যাম্পের মধ্যে ঢুকে পড়েন। পরে থানা থেকে আরও পুলিশ সদস্য পাঠিয়ে মাদকসহ গ্রেপ্তার করা হয় তাকে।

স্থানীয়রা জানিয়েছে, এক পুলিশ সদস্য প্রথমে সাদা পোশাকে এসে শাহ আলমকে খুঁজতে থাকেন। তাকে সামনে পেয়ে গ্রেপ্তারের চেষ্টা করেন। লোকজন বাধা দিয়ে জানতে চায়- কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলেও দেখাতে পারেনি পুলিশ।

এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পে। একপর্যায়ে হৈচৈ শুরু হয়ে যায়। পরে আরও পুলিশ সদস্য এসে তাকে ধরে নিয়ে যান। শাহ আলম জেনেভা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হাসানের ভাগনি-জামাতা।