চলতি বছরেই পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু

ফানাম নিউজ
  ২৭ অক্টোবর ২০২১, ১৭:২৭

চলতি বছরেই (২০২১) পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আমরা পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করবো। ২০২২ সালে আমরা এর সম্প্রসারণ করবো। আমরা আশা করবো ২০২২ সাল থেকেই আমাদের সব অপারেটর ফাইভ-জি প্রযুক্তি বিকাশ ঘটাতে সক্ষম হবে।

এ সময় ফেসবুক-ইউটিউব নিয়ে তিনি বলেন, আমেরিকার দুই প্রতিষ্ঠান ফেসবুক-ইউটিউব আগে আমাদের কথা শুনত না। এখন তারা আমাদের কথা শুনছে। সেই সক্ষমতা আমরা অর্জন করেছি।

মোস্তাফা জব্বার বলেন, আমরা তাদের বলেছি, বাংলাদেশে ফেসবুক-ইউটিউব চালাতে হবে বাংলাদেশের কমিউটি উপযোগী করে। এ ব্যাপারে আমরা তাদেরকে কড়া ভাষায় চিঠি দেব। তবে সাম্প্রদায়িক সহিংসতার পেছনে ফেসবুক ইউটিউবকে এককভাবে দায়ী করা যাবে না।

তিনি বলেন, যখন দেশে সামাজিক যোগাযোগমাধ্যমের দাপট ছিল না, তখনও এ ধরনের (সাম্প্রদায়িক হামলা ও গুজব) ঘটনা ঘটেছে। এগুলো রোধ করার জন্য প্রয়োজন সচেতনতা।