ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত ফাতিমা তাসিম জুমা হিজাব ও বোরখা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বোরখা ও হিজাব পরিহিত একটি ছবি প্রকাশ করেন। পোস্টে সমালোচনাকারীদের উদ্দেশ্যে ব্যঙ্গ করে লিখেন, “জাশি সবাইরে বোরকা পরতে বাধ্য করছে। ওয়াঁ ওয়াঁ।”
এর পাশাপাশি তিনি সমতা ও সাম্যের বিষয়ে মত প্রকাশ করে লিখেন, “সমান অধিকার নয় বরং ন্যায্য অধিকার চাই। সমতা না সাম্য চাই। ন্যায্যতার ভিত্তিতে সমান পাইলে সমান, কম পাইলে কম নিবো। কিন্তু সমান অধিকারের নামে আমি যেখানে বেশি পাই সেখানে আমারে কম দেওয়া মানবো না।”
তার এই বক্তব্য ও ব্যঙ্গাত্মক মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জুমার স্পষ্টভাষী অবস্থান এবং আত্মবিশ্বাসের প্রশংসা করছেন।
অনেকে লিখছেন, জুমার এরকম সাহসী ও স্পষ্ট অবস্থানের কারণেই সাধারণ মানুষ তাকে এতো পছন্দ করে।
শারমিন সুলতানা নামে এক নারী লেখেন, হিজাব-বোরখা পরিধান করা অপরাধ নয়। কিন্তু একটি গ্রুপ হিজাব-বোরখা পরিধান করাকে নিয়ে বাজে মন্তব্য করে সব সময়। তাদের মুখে চুপেটাঘাত জুমার এ অবস্থান।