গণমাধ্যমকর্মী আইনে সই করেছেন আইনমন্ত্রী, যাবে রাষ্ট্রপতির কাছে

ফানাম নিউজ
  ০৩ জানুয়ারি ২০২২, ১৭:১৪

গণমাধ্যমকর্মী আইনে ইতোমধ্যে আইনমন্ত্রী আনিসুল হক সই করেছেন। এটি এখন রাষ্ট্রপতির কাছে যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রেস কাউন্সিলের নবনির্বাচিত কমিটির সাথে বৈঠকের আগে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আইনটি আসন্ন শীতকালীন সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে। এরপর সংসদীয় উপকমিটির মাধ্যমে প্রয়োজনে অংশীজনের মতামত নেওয়া হবে। পাশাপাশি প্রেস কাউন্সিল আইনও শিগগিরই পাশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বিএনপির উদ্দেশে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির সরকার পতনের ডেডলাইন দেখে মনে হচ্ছে, ‘ফাঁকা কলসি বেশি বাজে’। বিএনপি অনেকবার সরকার পতনের ডাক দিয়েছে। কিন্তু তাদের সেই সক্ষমতা নেই।

এর আগে রোববার (২ জানুয়ারি) গণমাধ্যমকর্মী আইন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ আইন বাস্তবায়ন হলে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দেওয়া সহজ হবে। সাংবাদিক হতে হলে কিছু মাপকাঠি নির্ধারণ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।