দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

ফানাম নিউজ
  ১৭ জানুয়ারি ২০২২, ১৮:৪১
আপডেট  : ১৭ জানুয়ারি ২০২২, ১৮:৪২

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৭৬ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশ।

এর আগে গতকাল (রোববার) ৮ জনের মৃত্যু এবং ৫ হাজার ২২২ জন রোগী শনাক্ত হয়েছিল।

সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৪৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩১ হাজার ৯৮০টি নমুনা। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৭ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৫৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।

নতুন মৃত্যু ১০ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী। এর মেধ্য ঢাকা বিভাগের ৭ জন। চট্টগ্রামে ২ ও বরিশালে ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।