‌‘অফিসে কোথায় দুর্নীতির সুযোগ আছে, জেলা প্রশাসকরা জানেন’

ফানাম নিউজ
  ২১ জানুয়ারি ২০২২, ০৯:২৪

দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, জেলা প্রশাসকরা জানেন, তদের অফিসে কোথায় কোথায় দুর্নীতির সুযোগ আছে। তার যেন ওই জায়গায় সচেতনতা বাড়াতে কাজ করেন।

তিনি বলেন, আমাদেরকে আরও সাহায্য করতে ডিসিদের অনুরোধ করেছি।

গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে দুর্নীতির ধরন পরিবর্তন হয়। গণশুনানি করলে ধরনগুলো যানা যায়। তাই ডিসিদের গণশুনানি করতে বলেছি।

এসময় তিনি অনুসন্ধানে একটু সময় লাগে স্বীকার করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া দুদুকের যারা অনুসন্ধান করেন তাদেরকেও জবাবদিহির আওতায় আনার চেষ্টা হচ্ছে।