দুই ভাগে বাংলাদেশে সিরিজ খেলবে আফগানিস্তান

ফানাম নিউজ
  ১২ মে ২০২৩, ০৫:৩৯

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। সেখান থেকে একটি টেস্ট এবং টি-টোয়েন্টি কমিয়ে দেওয়া হয়েছে। সিরিজটি আবার হবে দুই ভাগে!

চেমসফোর্ডে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের সঙ্গে আলাপে জানিয়েছেন, ‘আফগানিস্তানের দুটো টেস্ট হওয়ার কথা ছিল। একটা আমরা বাদ দিয়েছি। এখন টেস্ট একটা, তিনটা ওয়ানডে আর দুটো টি-টোয়েন্টি হবে। এটা সূচি।’

‘যেহেতু সূচি পুনর্বিন্যাস করতে হচ্ছে, আফগানিস্তানের সঙ্গে কথাবার্তা চলছে। আজকে কি কালকের মধ্যে এটা চূড়ান্ত হয়ে যাবে। ভেন্যুও চূড়ান্ত হয়ে যাবে।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে সিরিজটিকে দুই ভাগ করা হয়েছে। জুনে এসে শুরুতে টেস্ট ম্যাচ খেলবে আফগানরা। টেস্টের সম্ভাব্য তারিখ ১৪ জুন। টেস্ট খেলেই ভারতে চলে যাবেন রশিদ খানরা। সেখানে সিরিজ খেলে ঈদুল আজহার পর এসে খেলবেন সিরিজের বাকি অংশ।

জালাল ইউনুস জানান, ঈদের সময় বাংলাদেশের খেলোয়াড়দেরও ছুটি থাকায় এই সূচি মেনে নিয়েছেন তারা, ‘এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। যেহেতু কোরবানির ঈদ আছে মাঝখানে। তারা চেয়েছে এখানে একটা সংস্করণ খেলে চলে যাবে ভারতে। সেখানে একটা সিরিজ আছে। ওটা খেলার জন্য চলে যাবে। এখানে টেস্টটা খেলে ঈদের সময় ভারতে চলে যাবে।’

‘ফিরে এসে আবার ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। তারা ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে খুব রোমাঞ্চিত ছিল। এটা কনফার্ম হচ্ছিল না, কনফার্ম হওয়ার পর অনুরোধ করেছে ওখানে খেলে এসে আবার এখানে খেলবে। এটা আমরা আগেই মেনে নিয়েছি। ঈদের সময় এমনিতেই আমাদের খেলোয়াড়দের ছুটি থাকবে। তখন তারা গেলে আমাদের আপত্তি ছিল না’-যোগ করেন জালাল।