চট্টগ্রামে টানা দুই ওয়ানডে হেরে রাজশাহীতে জয়ের দেখা পেয়েছিল টাইগার যুবারা। শেষ পর্যন্ত এই এক জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে স্বাগতিকদের। শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৮০ রানে হারে বাংলাদেশের যুবারা।
আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪৪ রান তোলে পাকিস্তান, জবাবে ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এতে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জিতলো পাকিস্তান। এর আগে একমাত্র যুব টেস্টে বাংলাদেশ হেরেছিল বড় ব্যবধানে। ১৭ মে এবার দুই দল মুখোমুখি হবে একমাত্র টি-টোয়েন্টিতে।
সোমবার রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের পক্ষে হামজা নওয়াজ ও শাহজাইব খান হাফ সেঞ্চুরি করেন। ইনিংস সেরা ৭২ রান করেন হামজা। ৬৭ রান আসে শাহজাইবের ব্যাটে। এছাড়া আজান আওয়াইস ও আরাফাত যথাক্রমে ৪১ ও ৪০ রান করেন। বাংলাদেশের পক্ষে মাহফুজুর রাব্বি সর্বোচ্চ চার উইকেট নেন।
রান তাড়া করতে নেমে বাংলাদেশের দুই মিডল অর্ডার ব্যাটার আহরার আমিন ও শিহাব জেমস হাফ সেঞ্চুরি করেন। এছাড়া শুধু জিশান আলম দুই অঙ্কের ঘরে রান করেন। আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি।
পাকিস্তান যুবাদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নেন আলি আসফান্দ ও আরাফাত মিনহাজ। ২ উইকেট জমা হয় সাজ্জাদ আলীর ঝুলিতে।
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
+৮৮০৯৬৩০০০০০০০
fanamnews@gmail.com
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
Developed By Orangebd