চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ

ফানাম নিউজ
  ১৪ মে ২০২৩, ০৫:১৩

ঘূর্ণিঝড় ‘মোকা’র আঘাতের আশঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ উঠানামা বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে ৮ নম্বর মহাবিদ সংকেত জারির পর শনিবার সকাল থেকে বিমান উঠানামা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

সেই ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে বিমানবন্দরে সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হয়। আগেই বাতিল করা হয়েছে শনিবারের সব ফ্লাইটের শিডিউলও। ঘূর্ণিঝড়ের পরবর্তী আবহাওয়া অধিদপ্তরের বার্তা জানার পর ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, ঘূর্ণিঝড় মোকা ধেয়ে আসায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ থাকবে। ফলে রানওয়েতে কোনো কার্যক্রম চলবে না। রানওয়েসহ ঝুঁকিপূর্ণ স্থানে আমাদের যেসব ইক্যুইপমেন্ট রয়েছে, সেগুলো নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।