বান্দরবানে সীমান্ত সড়কে ‘কেএনএফের মাইন’, বিস্ফোরণে শ্রমিক নিহত

ফানাম নিউজ
  ২৪ মে ২০২৩, ০৪:২৫

বান্দরবানের রুমা উপজেলার গহীন পাহাড়ি এলাকায় সীমান্ত সড়ক নির্মাণকাজের সময় ‘মাইন বিস্ফোরণে’ এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক শ্রমিক।

মঙ্গলবার সকালে উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানচি বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফনেটন্যন্ট কর্নেল মোহাম্মদ শরিফুল আলম।

নিহত শ্রমিক মো. রাশেদ (১৮) বাঁশখালীর ছনুয়া এলাকার নুরুল হকের ছেলে। আহত শ্রমিক মো. দুলাল (৩৫) একই এলাকার মহিবুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রুমার চাইক্ষ্যাং পাড়ার পার্শ্ববর্তী পাহাড়ে বংকু পাড়া থেকে ধোপানিছড়া সীমান্ত লিংক রোড এলাকায় নির্মাণকাজ করার সময় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে বিজিবি সদস্যরা নিহত ও আহতকে হাসপাতালে নিয়ে আসেন।

“তাদের মো. রাশেদ ঘটনাস্থলেই নিহত হয়েছিল। গুরুতর আহত মো. দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

রুমা থানার ওসি আলমগীর হোসেন জানান, তিনিও স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছেন।

তবে দুর্গম সীমান্ত এলাকা হওয়ার কারণে ঘটনাস্থলটি কোন জায়গায় সঠিকভাবে বলতে পারছেন না বলে জানান তিনি।

তবে এ বিষয়ে থানচি বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফনেটন্যন্ট কর্নেল মোহাম্মদ শরিফুল আলমের কাছে খুদে বার্তা পাঠিয়ে জানতে চাইলে তিনি বলেন, “বর্ডার রোড প্রজেক্টে কাজ করার সময় কুকি-চিনদের (কেএনএফ) পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।”

এর আগেও ১৭ মে রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের স্লৌপি পাড়ায় মাইন বিস্ফোরণের ঘটনায় জুয়েল ত্রিপুরা নামে স্থানীয় যুবক নিহত হয়। আহত হন আব্রাহাম ত্রিপুরা নামে আরেক যুবক। সে ঘটনায় হাতের কবজি উড়ে যায় এক সেনা সদস্যের।