থাইল্যান্ডে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ছড়িয়ে পড়ছে বিষাক্ত গ্যাস

ফানাম নিউজ
  ১২ জুন ২০২৩, ০১:২৮

থাইল্যান্ডের একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। সেখান থেকে বের হচ্ছে কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। ফলে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে সেখানের কর্মকর্তারা। এরই মধ্যে আগ্নেয়গিরিটির আশপাশে বসবাসকারী শত শত নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

সিসমোলজি গবেষকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।আলবে প্রদেশের মাউন্ট মেয়ন থেকে লাল-গরম শিলা আছড়ে পড়ছে বলেও জানান তারা।

ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আশ্রয়কেন্দ্রে প্রায় ১৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানের অধিকাংশ মানুষই মূলত কৃষি কাজের সঙ্গে যুক্ত।

সালফার ডাই অক্সাইড গ্যাস বা ছাইয়ের কণার কারণে সেখানে শ্বাস নেওয়া ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যারা আগ্নেয়গিরিটির কাছাকাছি অবস্থান করছে।

রাজধানী ম্যানিলার প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মেয়নের অবস্থান। দেশটির ২৪টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটি অন্যতম।

আগ্নেয়গিরিবিদরা জানিয়েছেন, শনিবার দুই কিলোমিটার পর্যন্ত শিলা ছড়িয়ে পড়ে এবং সালফার ডাই অক্সাইড নির্গমন তিনগুণ বেড়ে যায়।