নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে বিস্ফোরণে দগ্ধ ৪ জনেরই মৃত্যু হলো।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সর্বশেষ মারা যান ৫৫ বছর বয়সী হাসিনা মমতাজ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার থানাধীন আড়াইহাজার পৌরসভাস্থ দিঘিরপাড় এলাকায় একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়।
দগ্ধরা হলেন, সায়মা আক্তার (৪০), কানিজ খাদিজা নিপা (৩৯), সোহান (৪৫) ও হাসিনা মমতাজ (৫৫)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে হাসিনার মৃত্যু হয়। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল।
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
+৮৮০৯৬৩০০০০০০০
fanamnews@gmail.com
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
Developed By Orangebd