নৌ চলাচল বন্ধ, মাঝ সাগরে রক্তক্ষরণে কিশোরের মৃত্যু

ফানাম নিউজ
  ০৯ জুলাই ২০২৫, ১১:৩৩
আপডেট  : ০৯ জুলাই ২০২৫, ১২:১২

বৈরী আবহাওয়ায় কারণে রোববার থেকে বন্ধ রয়েছে চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে নৌযান চলাচল। মারাত্মক অসুস্থ অবস্থায় এর মধ্যে এক কিশোরকে চট্টগ্রাম শহরে আনার সময় মাঝ সাগরে সে মারা গেছে। ওই কিশোরের নাম আবদুর রহমান। সোমবার রাত সাড়ে ১০টায় সে মারা যায়। মঙ্গলবার সকালে সন্দ্বীপের উপজেলার কালাপানিয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রহমানকে। 

বুধবার (৯ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস।

নিহত আবদুর রহমান স্থানীয় মো. মানিকের ছেলে। স্বজনরা জানান, রহমান এক সপ্তাহ ধরে জ্বরসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিল। সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় মিলছিল না নৌযান। প্রায় ১০ ঘণ্টা অপেক্ষা করে সাগরের সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে তারা ছোট একটি নৌকা ভাড়া করেন। কিন্তু মাঝ সাগরেই রহমান মারা যায়।  

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস বলেন, খুবই অসুস্থ অবস্থায় ওই কিশোরকে নিয়ে আসা হয়েছিল। তখন তার মলদ্বার দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। এ রোগীর চিকিৎসা দিতে একজন সার্জনের প্রয়োজন। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দিয়েছিলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়