বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বন্যহাতির পা বিচ্ছিন্ন

ফানাম নিউজ
  ১২ আগস্ট ২০২৫, ০৮:২৫

বান্দরবানে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১১ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তের ৪৩ ও ৪৪ নম্বর সীমান্ত পিলার এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে বনবিভাগের নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার।

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম জানান, খাবারের সন্ধানে হাতিটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় পুঁতে রাখা স্থলমাইনের ওপর পা দিলে বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় হাতিটি আতঙ্কে পুনরায় মিয়ানমার সীমান্তে ফিরে যায়। পরে আবারও বাংলাদেশে প্রবেশ করলে চাকঢালার চেরার মাঠের ঐট্টাইল্যাঝিরি এলাকায় রাখা হয়।

তিনি জানান, হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন। এটি মিয়ানমারের হাতি নাকি বাংলাদেশের, তা নিশ্চিত নয়। কারণ বাংলাদেশের অনেক বন্যহাতি খাবারের সন্ধানে মিয়ানমারে যায় এবং আবার সন্ধ্যায় ফিরে আসে। 

এ বিষয়ে জানতে বনবিভাগের নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার বলেন, আহত হাতিটির ডান পায়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়