ডেঙ্গু: ১৫৫ দিন পর মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ

ফানাম নিউজ
  ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২

পাঁচ মাস বাদে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যুহীন দিনের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত এক দিনে কারও মৃত্যু না হলেও ১৭৯ জন রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে এমন মৃত্যুহীন দিন দেখা গেছে গত ১৪ জুলাই।

তবে এরইমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুতে উল্লম্ফন ঘটেছে; যেমনটি আর কোনো বছরেই দেখা যায়নি।

এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ৯৮২ জনে। এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

এবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭৮ জনে। ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা গেছে, গত ১৪ জুলাই ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও সে মাসেই রোগটি কাড়ে ২৯৪ জনের প্রাণ।

পরের মাসগুলোতে রোগের প্রকোপ আরও বিস্তার লাভ করলে মৃত্যুও বাড়তে থাকে। অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন, নভেম্বরে ২৭৪ জন মারা যায়।

ডিসেম্বরে এসে আক্রান্তের পাশাপাশি মৃত্যুও কমেছে। গত ১৬ দিনে ৫৬ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১২৮ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরে। ঢাকা মহানগরে এ সংখ্যা ৫১ জন।

এ বছর মোট ভর্তি রোগীর বেশির ভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ৯ হাজার ৫৩৪ জন। ঢাকায় ভর্তি হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৪৮ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ৬৮০ জন রোগী। তাদের মধ্যে ৫০৯ জন ঢাকায় এবং ১ হাজার ১৭১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন, অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন এবং নভেম্বরে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে।

ডিসেম্বরের প্রথম ১৬ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৭০৯১ জন।