চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৫৩ জন করোনায় আক্রান্ত

ফানাম নিউজ
  ০৫ জানুয়ারি ২০২২, ১১:২৮
আপডেট  : ০৫ জানুয়ারি ২০২২, ১২:৩৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। শনাক্তের হার প্রায় সাড়ে ৩ শতাংশ। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।

বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৯ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার চারজন রয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৩৫ জনের। শনাক্তের হার ছিল ৩ শতাংশ।

চট্টগ্রামে ১১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের করোনা পজিটিভ হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৫।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন এক হাজার ৩২২ জন। জেলাটিতে করোনা শনাক্ত হয়েছে মোট এক লাখ দুই হাজার ৭৬৯ জনের।