বিধি-নিষেধের প্রজ্ঞাপন নিয়ে যা বললেন স্বাস্থ্য সচিব

ফানাম নিউজ
  ০৬ জানুয়ারি ২০২২, ১৩:১৯

সারাদেশে করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার রোধে আগামী দু-এক দিনের মধ্যে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করতে পারে সরকার বলে জানান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিঞা।

সংক্রমণ কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ দফা নির্দেশনার পর গতকাল রাজধানীর জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠান শেষে এ কথা জানান স্বাস্থ্য সচিব।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, দেশের পরিস্থিতি কিছুদিন স্থিতিশীল ছিল। তা হঠাৎ করেই বেড়েছে। বেড়ে গেলে বুঝতে হবে নতুন কোনো ধরন নিশ্চয়ই এসেছে। পাশের দেশ ভারতের অবস্থা ভালো না। যখনই পাশের দেশে কিছু ঘটছে, তার প্রভাব আমাদের দেশে পড়েছে। ধরেই নেওয়া যায় যে এটা (সংক্রমণ) আরও বাড়বে।

ভারতে ওমিক্রন উদ্বেগ বাড়াচ্ছে। গত এক সপ্তাহে লক্ষাধিক মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে; যা গত ১২ সপ্তাহে সর্বোচ্চ সংখ্যা।

সংক্রমণ বাড়ার গতি বাংলাদেশেও একই রকম। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৯২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের। এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ২৯ সেপ্টেম্বর, সেদিন ১১৭৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল।