তুরস্কের কাছে যেসব বিষয়ে সহযোগিতা চায় তালেবান

ফানাম নিউজ
  ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩

তালেবান জানিয়েছে, তারা তুরস্কের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে আগ্রহী। সোমবার এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে আঙ্কারার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে আগ্রহী। খবর ডেইলি সাবাহর।

তিনি বলেন, তুর্কি প্রকৌশলী ও অন্যরা তাদের কাজের সুবাদে আফগানিস্তানের জন্য অবদান রেখেছেন। তালেবান ভবিষ্যতে এই সম্পর্কগুলো আরও শক্তিশালী করতে চায়। 

তালেবান মুখপাত্র বলেন, দুই দেশের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে শিক্ষা, নির্মাণ ও অর্থনৈতিক খাতের মতো সেক্টর থাকতে পারে। তুর্কি বিনিয়োগের মাধ্যমে আফগান নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

ক্ষমতায় আসার আগেও তালেবান তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী ছিল।

গত জুলাইয়ে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি আরাবিয়ায় এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা তুরস্কের সঙ্গে সুসম্পর্ক চাই, তুরস্ক আমাদের ভাই। ধর্ম বিশ্বাসের ভিত্তিতে আমাদের অনেকগুলি কমন বিষয় রয়েছে। আমরা চাই তুরস্ক অতীত ছেড়ে বর্তমান এবং ভবিষ্যতের দিকে ফিরে আসুক। তার পরে আমরা সংলাপের জন্য বসতে পারি।