ছিনতাইয়ের পর আগুন ধরিয়ে দেওয়া হলো যাত্রীবাহী বাসে

ফানাম নিউজ
  ০৮ নভেম্বর ২০২১, ১৯:৪৪

ছিনতাইয়ের পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আয়ারল্যান্ডের কাউন্টি এন্ট্রিমে এই ঘটনা ঘটে বলে সোমবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিউটাউন অ্যাবের চার্চ রোডে ভ্যালি লিজার সেন্টারের কাছে স্থানীয় সময় রোববার রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানান, চার ব্যক্তি বাসে উঠে সব যাত্রী ও চালককে নেমে যাওয়ার নির্দেশ দেয়। সবাই নেমে যাওয়ার পর তারা বাসে আগুন ধরিয়ে দেয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

এই নিয়ে আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো যাত্রীবাহী বাস ছিনতাইয়ের পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল।

গত সোমবার স্থানীয় সময় সকালে কাউন্টি ডাউনের নিউটাউনার্ডসে মুখোশ পরা দুজন ব্যক্তি উঠে সব যাত্রী ও চালককে নামিয়ে দিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়।

রোববারের ঘটনার পর অবকাঠামো মন্ত্রী নিকোলা ম্যালন বলেন, গণপরিবহন কর্মীদের আবার টার্গেট করা হয়েছে। এই বিষয়টি  ‘অসম্মানজনক এবং ঘৃণ্য’। 

ওই ঘটনার পর দেশটির সব মেট্রো সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। তবে সোমবার থেকেই তা ফের চালু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।