সাকিবকে আউট করে ‘প্রতিশোধ’ রশিদ খানের

ফানাম নিউজ
  ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৯

প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসানের ঘূর্ণি বুঝতে পারেননি রশিদ খান। দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে পিচে কতক্ষণ ঠাঁই দাঁড়িয়েছিলেন তিনি।

এবার যেন সেই প্রতিশোধটা নিয়ে নিলেন রশিদ। সাকিবকে পরাস্ত করলেন তার লেগস্পিনে। রশিদের ঘূর্ণি প্যাডে লেগে এলবিডব্লিউ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আফগান লেগস্পিনারের আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেওয়ার প্রয়োজন মনে করেননি সাকিব (৩৬ বলে ২০)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯০ রান। লিটন দাস ২৮ আর মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৫ রানে।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে টাইগাররা। শুরুটা খারাপ ছিল না। দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস দেখেশুনে এগোতে থাকেন।

লিটন শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও পরে দারুণ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়েছেন। তামিমও এগিয়ে যাচ্ছিলেন ভালোভাবেই। তবে সেই ফারুকি-জুজু অবশেষে ধরেই ফেললো দেশসেরা ওপেনারকে।

প্রথম ওয়ানডের মতোই আফগান বাঁহাতি পেসারকে উইকেট দিয়ে এসেছেন তামিম। আউটের ধরণটাও আগের দিনের মতোই। ফজলহক ফারুকির বলের গতি মিস করলে লাগে তা লাগে তামিমের প্যাডে। আম্পায়ার আউট দেন।


তামিম অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। ২৪ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করে সাজঘরের পথ ধরেন বাংলাদেশ অধিনায়ক।

সূত্র: জাগো নিউজ