নাজিবউল্লাহকে ফিরিয়ে টাইগারদের ম্যাচে ফেরালেন তাসকিন

ফানাম নিউজ
  ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১১

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চতুর্থ উইকেটের জুটিতে ৯০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন ওপেনার রহমত শাহ ও  নাজিবউল্লাহ জাদরান। 

বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৩৪ রানে তিনটি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল আফগানিস্তান। কিন্তু সেখান থেকে দলকে টেনে নিচ্ছিলেন জাদরান-রহমত। 

কিন্তু দলীয় ১২৪ রানের সময় রহমত শাহকে ৫২ রানে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন পেসার তাসকিন আহমেদ। এরপরও ক্রিজে টিকে ছিলেন বিপজ্জনক ব্যাটার নাজিবউল্লাহ জাদরান। 

অবশেষে নাজিবুল্লাহকেও ফিরিয়েছেন তাসকিন আহমেদ। দলীয় ১৪০ রানের সময় তাসকিনের বলে মুশফিকের হাতে ধরা পড়েন নাজিবুল্লাহ। আউট হওয়ার আগে তিনি ৬১ বল খেলে ৫৪ রান করেন। 

নাজিবুল্লাহ আউট হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচেও ফিরেছে বাংলাদেশ। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তান ২৯ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে। জয় পেতে তাদের আরও ১৬৭ রান করতে হবে। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ফিরে যাওয়ায় এখন আফগানদের জয় তুলে নেওয়াটা সহজ হবে না।

সূত্র: যুগান্তর