ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে ঢাবি ছাত্র আহত

ফানাম নিউজ
  ০৩ মার্চ ২০২২, ০০:৩২
আপডেট  : ০৩ মার্চ ২০২২, ০০:৩৩

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। তাঁর নাম মাহবুবুর রহমান (২৪)। বুধবার রাজধানীর মিরপুর রোডে ঢাকা সিটি কলেজের সামনের অংশে এ ঘটনা ঘটে৷

মাহবুবুর এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বাসে করে নিজের বাড়ি সাভারের হেমায়েতপুরে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে দুই ছিনতাইকারীকেই পুলিশ আটক করেছে৷

মাহবুবুর রহমানের সহপাঠী ওমর ফারুকও তাঁর সঙ্গে একই বাসে ছিলেন৷ তিনি বলেন, ‘ক্লাস শেষ করে বিশ্ববিদ্যালয়ের বাসে করে মাহবুবুর সাভারের হেমায়েতপুরে যাচ্ছিল৷ বাসটি সায়েন্স ল্যাব মোড় পেরিয়ে আড়ংয়ের শোরুমের সামনে গেলে দুজন ছিনতাইকারী জানালার ফাঁক দিয়ে এক ছাত্রীর মুঠোফোন কেড়ে নিয়ে দৌড় দেন৷ ওই ছিনতাইকারীকে ধরতে মাহবুবুর বাস থেকে নেমে যায়৷ আমিও নেমে যাই৷ দৌড়ে আমরা একজন ছিনতাইকারীকে ধরতে সক্ষম হই৷ একপর্যায়ে ওই ছিনতাইকারী মাহবুবুরের মাথায় ছুরি দিয়ে আঘাত করে৷ মাহবুবুরকে উদ্ধার করে প্রথমে পাশে অবস্থিত পপুলার মেডিকেল হাসপাতালে নেওয়া হয়৷ পরে সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে৷’

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মাহবুবুর রহমানের বাঁ কানের ওপর ছুরিকাঘাতে করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম বলেন, এ ঘটনায় দুই ছিনতাইকারীকে পুলিশ আটক করেছে। এর মধ্যে একজনকে উত্তেজিত জনতা মারধর করেছেন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে৷

সূত্র: প্রথম আলো