হরতালেও গণপরিবহন চলবে : মালিক সমিতি

ফানাম নিউজ
  ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:১১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালে গণপরিবহন চলবে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, নির্বাচনী কাজে প্রায় পাঁচ হাজার গাড়ি ব্যবহৃত হবে। অনেক গাড়ি এরই মধ্যে কাজে লেগেছে। এজন্য সড়কে গাড়ি এমনিতেই কম। তারপরও হরতালে গাড়ি চলবে।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, দলের সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি এবং ভোট বর্জনে চলমান অসহযোগের আন্দোলনের সমর্থনে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় শুরু হয়ে এ হরতাল চলবে সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত।

৪ জানুয়ারি বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।