পরিবারে পুরুষের খবরদারি কমছে, বাড়ছে নারীদের

ফানাম নিউজ
  ৩১ মার্চ ২০২৪, ০১:৪৭

দেশে পরিবারে নারীর কর্তৃত্ব বাড়ছে। অন্যদিকে কমছে পুরুষ প্রধান পরিবারের সংখ্যা। গত এক বছরে নারী খানা (পরিবার) প্রধানের হার বেড়ে হয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ। ফলে পরিবারে পুরুষের খবরদারি কমছে বাড়ছে নারীদের।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২৩’ এর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এতে বলা হয়, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে নারী খানাপ্রধানের হার বেড়েছে। ২০২২ সালে এটি ছিল ১৭ দশমিক ৪ শতাংশ, যা ২০২৩ সালে বেড়ে হয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ।

অপরদিকে পুরুষ খানাপ্রধান ২০২২ সালে ছিল ৮২ দশমিক ৬ শতাংশ, ২০২৩ সালে হার কমে হয়েছে ৮১ দশমিক ১ শতাংশ।

খানার আকার ২০২২ সালের ন্যায় ২০২৩ সালেও অপরিবর্তিত রয়েছে, যা ৪ দশমিক ২ জন।

যে কয়জন ব্যক্তি একই রান্নায় খাওয়া এবং একসঙ্গে বসবাস করেন, তাদের একত্রে একটি খানা বলা হয়।

প্রতিবেদনে দেখানো হয়েছে, পুরুষদের প্রথম বিয়ের গড় বয়স ২৪ দশমিক ২ বছর এবং নারীদের ১৮ দশমিক ৪ শতাংশ।

জন্মনিয়ন্ত্রণের বিষয়ে বিবিএস বলছে, ২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারকারীর সংখ্যা ২০২২ সালের ৬৩ দশমিক ৩ শতাংশ তুলনায় কিছুটা কমে ২০২৩ সালে হয়েছে ৬২ দশমিক ১ শতাংশ।

জন্মনিয়ন্ত্রণের চাহিদা ২০২২ সালের ১৬ দশমিক ৬২ শতাংশ তুলনায় কমে ২০২৩ সালে ১৫ দশমিক ৫৭ শতাংশ হয়েছে।