হঠাৎ ফায়ার এলার্ম, কিছু সময় স্থগিত ছিল ঐকমত্য কমিশনের আলোচনা

ফানাম নিউজ
  ২৮ জুলাই ২০২৫, ১৮:১৭

সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে হঠাৎ করে ফায়ার এর্লাম বেজে ওঠায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন কমিশনের সদস্য ও আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা। ফলে কিছু সময়ের জন্য কমিশনের আলোচনা স্থগিত করা হয়। 

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের শুরুতে চার প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে আলোচনার শুরুতে এ ঘটনা ঘটে।

এর আগে আলোচনা থেকে ওয়াক-আউট করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এরপর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে হঠাৎ করে ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনের ফায়ার এলার্ম বেজে ওঠে। এতে কমিশনের সদস্য ও বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্বিতীয় তলা থেকে নিচ তলায় নেমে আসেন। যদিও পরে বোঝা যায় যায় ভবনে আগুনের কোনো ঘটনা ঘটেনি। পরে কিছু সময় নিচ তলায় কমিশনের সদস্য ও রাজনৈতিক দলের নেতারা নিজেদের মধ্যে গল্প করে আবার আলোচনার জন্য দ্বিতীয় তলায় ফিরে যান।

আলোচনায় অংশ নিতে যাওয়া গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ ফায়ার এলার্ম বেজে ওঠায় রুমের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনায় কমিশন ও রাজনৈতিক দলের নেতারা দ্বিতীয় তলা থেকে নিচে নেমে আসেন। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কেউ ভুলে হাত দিয়েছে অথবা কারও সিগারেটের ধোঁয়া ফায়ার এলার্মের সিস্টেমে ঢুকে পড়ার কারণে এলার্ম বেজে ওঠে। ১২টা ৪৫ মিনিট থেকে আবার আলোচনা শুরু হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়