১৬ জানুয়ারি সংসদে যেতে পারবেন সাংবাদিকরা

ফানাম নিউজ
  ১২ জানুয়ারি ২০২২, ১৭:৩৮

করোনা টেস্ট করে ১৬ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ সশরীরে কভার করার সুযোগ পাবেন সংসদ বিটে কর্মরত সাংবাদিকরা। সূত্র: আরটিভি

বুধবার (১২ জানুয়ারি) সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, এ জন্য তাদের (সাংবাদিক) ১৪ জানুয়ারি সকাল ১০টায় করোনা টেস্ট করানো হবে। টেস্টে যাদের নেভেটিভ আসবে শুধু তারাই এ সুযোগ পাবেন। শুধু সংযুক্ত তালিকা অনুযায়ী পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা সংসদে প্রবেশ করবেন।

তবে বিগত অধিবেশনের মতো সংসদ টেলিভিশনের লাইভ দেখে তাদের সংবাদ সংগ্রহ করতে হবে। এবার শুধু রাষ্ট্রপতির ভাষণের দিন যেতে পারবেন সাংবাকদিরা।

উল্লেখ্য, রাষ্ট্রপতি আগামী ১৬ জানুয়ারি বিকাল ৪টায় একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আহ্বান করেছেন। এদিন মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।