‘কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার পরিকল্পনা শেষ পর্যায়ে’

ফানাম নিউজ
  ২২ জানুয়ারি ২০২২, ১৭:৪৭
আপডেট  : ২৩ জানুয়ারি ২০২২, ০৭:২৭

কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার পরিকল্পনা শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে মাস্ক ব্যবহারে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, আমরা চাচ্ছি কারওয়ান বাজারকে কীভাবে একটি আধুনিক মার্কেট করা যায়। কারওয়ান বাজারকে সরিয়ে গাবতলী এবং সায়েদাবাদে নিয়ে যাওয়া যায়, এ রকম পরিকল্পনা শেষ পর্যায়ে। কারওয়ান বাজারকে সরিয়ে এখানে অত্যাধুনিক হাব বিজনেস সেন্টার হবে। সেই পরিকল্পনা আমরা করে ফেলেছি। আমি সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, একটি সিটির মধ্যে এ রকম হোল সেল মার্কেট থাকতে পারে না। দোকান মালিক সমিতি, এই এলাকার সংসদ সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী- আমরা সবাই মিলে আলাপ করেছি। আমরা মনে করি, ২০৪১ সালে উন্নত দেশ হবে বাংলাদেশ। তখন কিন্তু কারওয়ান বাজারের চেহারাও পাল্টে যাবে।