বইমেলা সংশ্লিষ্টদের টিকা নিতে বাংলা একাডেমির চিঠি

ফানাম নিউজ
  ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৫

আসন্ন অমর একুশে বইমেলা শুরু করতে প্রকাশকসহ মেলা সংশ্লিষ্ট সবাইকে করোনার টিকা নিতে চিঠি দিয়েছে বাংলা একাডেমি। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি শর্তসাপেক্ষে মেলা শুরু করতে চায় বাংলা একাডেমি।

সোমবার (৩১ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা গণমাধ্যমকে বলেন, টিকা ছাড়া মেলা শুরু করা যাচ্ছে না। প্রকাশকদের ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি।

সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। এ জন্য বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির সব কর্মকর্তা ও কর্মচারী, লেখক, প্রকাশক, বিক্রেতা, স্টলের কর্মচারীসহ সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজন মতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে এক চিঠিতে।

বইমেলার সঙ্গে সংশ্লিষ্টদের পাঠানো চিঠিতে আরও বলা হয়, বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান/স্টলের সঙ্গে সংশ্লিষ্ট স্বত্বাধিকারী, প্রকাশক, বিক্রেতা ও কর্মীদের নামের তালিকা এবং তাদের ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে বাংলা একাডেমিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।