সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

ফানাম নিউজ
  ১৪ জুলাই ২০২১, ১৩:২২

সুনামগঞ্জে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ ২০০ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারস্বরূপ খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

বিভাগীয় কমিশনার বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। এ পরিস্থিতিতে অনেক দরিদ্র লোকের পক্ষে খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় তাদের খাদ্য সামগ্রী পৌঁছাতে কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান রুহুল প্রমুখ।

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া সিএনজি-অটোরিক্সাচালক, পরিবহন শ্রমিকসহ ২০০টি দরিদ্র পরিবারকে বিতরণ করা উপহার সামগ্রীর প্রতিটিতে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি লবণ।