অতিরিক্ত ভাড়া আদায় করে জরিমানা গুনলো ৩৪২ বাস

ফানাম নিউজ
  ১৬ নভেম্বর ২০২১, ২০:১৭

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩৪২টি বাস ও মিনিবাসকে ৪ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বিআরটিএর ১০টি ভ্রাম‍্যমাণ আদালত এসব বাসের জরিমানা করে।

জরিমানা করা ৩৪২টি বাস ও মিনিবাসের মধ্যে ২৮১টি ডিজেল ও ৬১টি সিএনজিচালিত। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে ১টি গাড়িকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়েছে এবং ২ জন দালালকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএ-র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট), মো. সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট), মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে কথা বলে অভিযোগ শুনেন ও সুরাহা করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।