
দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা আরও প্রকট হয়ে উঠেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশের দুই জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে। এটি গতকালের ১৪ ডিগ্রির চেয়ে কম এবং তার আগের দিনের ১৫.৭ ডিগ্রির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াসে। একইভাবে খুলনা বিভাগের যশোরে তাপমাত্রা নেমেছে প্রায় ৯ ডিগ্রিতে।
ঢাকা বিভাগের অন্যান্য জেলায় যেমন টাঙ্গাইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও ফরিদপুরে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির আশপাশে। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা ও নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে অবস্থান করছে। রংপুর বিভাগের তাপমাত্রা শীতের দিক থেকে সর্বাধিক কম, বিশেষ করে তেঁতুলিয়ায়।
সারাদেশে ভোর ও রাতের দিকে কুয়াশা এবং শীতল বাতাসের কারণে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। সকাল ও রাতের সময় বাইরে থাকা মানুষ, বিশেষ করে নিম্নআয়ের শ্রমজীবী ও পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শীত থেকে বাঁচতে অনেককে খোলা জায়গায় আগুন জ্বালিয়ে বা অস্থায়ী উষ্ণতার ব্যবস্থা করতে দেখা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও কিছুদিন থাকতে পারে এবং কুয়াশা অব্যাহত থাকবে।