হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীত 

ফানাম নিউজ
  ২৮ জানুয়ারি ২০২২, ০৯:১৪

দিনাজপুরের হিলিতে তাপমাত্রা আরও কমেছে। সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। এতে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। ইতোমধ্যে রাজশাহী, রংপুর বিভাগের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ বেড়েই চলেছে। সূর্যের তাপ অনেক কম।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, শুক্রবার (২৮ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪ থেকে ৫ কি:মি:। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

তিনি আরও জানান, রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের আরও বেশ কিছু স্থানের ওপর দিয়ে ১টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহটি অব্যাহত থাকতে পারে।

সূত্র:  আরটিভি নিউজ