অটোরিকশাচালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, এগিয়ে এলেন না কেউ

ফানাম নিউজ
  ২২ জানুয়ারি ২০২৬, ১৫:৪৬

চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে এক অটোরিকশাচালককে হত্যা করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনার সময় আশপাশে অনেক মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে এসে তাকে রক্ষার চেষ্টা করেননি। গতকাল বুধবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্দাপাড়ায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাতে খোরশেদ আলমের সঙ্গে তিনজন ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে টেনে রাস্তায় নামিয়ে আনা হয়। এরপর লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীরা থামেনি। নিস্তেজ না হওয়া পর্যন্ত তাঁকে পেটানো হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় গলির রাস্তায় অনেক মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে এসে বাধা দেননি বা আহত ব্যক্তিকে উদ্ধার করেননি।

ঘটনার পর স্থানীয়রা খোরশেদ আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির মাথা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার একটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিন ব্যক্তি প্রথমে খোরশেদের সঙ্গে তর্কে জড়ান। পরে তাঁকে ধাক্কা দিতে থাকেন এবং একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করেন। মাটিতে পড়ে যাওয়ার পরও তাঁকে মারধর করা হয়। খোরশেদের নড়াচড়া বন্ধ হয়ে গেলে হামলাকারীরা চলে যান।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মো. হোসেন নামের একজনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া আরও একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করা হয়নি। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

ওসি আরও জানান, নিহত খোরশেদ আলম ও হামলাকারীদের মধ্যে পূর্বশত্রুতা বা বিরোধের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, মুখের দুর্গন্ধ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এই সহিংস ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগেও বায়েজিদ বোস্তামী এলাকায় সহিংস ঘটনার নজির রয়েছে। গত সোমবার একই থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় এক র‍্যাব কর্মকর্তা নিহত এবং তিনজন আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়