বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনায় ৮ হাজার ৩৭ জনের মৃত্যু

ফানাম নিউজ
  ১৯ জানুয়ারি ২০২২, ০৯:৫৬

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৮ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩০ লাখ ১৬ হাজার ৪৩১ জন। এর আগে গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) ৪ হাজার ৯৩২ জনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছিল ১৯ লাখ ২৯ হাজার ১২২ জন।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৮২০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৭২ হাজার ৮৯৫ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৬ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৭২০ জন। রাশিয়ায় মৃত্যু ৬৮৮ জন, আক্রান্ত ৩১ হাজার ২৫২ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৯৪ হাজার ৪৩২ জন, মৃত্যু ৪৩৮ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখ ২৮ হাজার ১৭৯ জন এবং মৃত্যু ৪৩৪ জন। ফ্রান্সে আক্রান্ত ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন এবং মৃত্যু ৩৭৫ জন। কলম্বিয়ায় আক্রান্ত ২৮ হাজার ৮৪৯ জন এবং মৃত্যু ১৩৮ জন। জার্মানিতে আক্রান্ত ৯৫ হাজার ৯৮ জন এবং মৃত্যু ১৯৯ জন। ইউক্রেনে আক্রান্ত ৮ হাজার ৫৫৮ জন এবং মৃত্যু ১৮৮ জন। ব্রাজিলে মৃত্যু ৩১৭ জন এবং আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ২৫৪ জন।

এছাড়া তুরস্কে ১৫৭ জন, হাঙ্গেরি ৯৪, স্পেনে ২৮৪ জন, আর্জেন্টিনায় ১৮৯ জন, কানাডায় ১৪৬ জন, গ্রীসে ১১০ জন, মেক্সিকোতে ৫৯ জন, ভিয়েতনামে ১৮৪ জন এবং পোল্যান্ডে ৩৭৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।